প্রয়াত হলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক,গবেষণা করার সময় ঘটে বিস্ফোরণ!
নিজস্ব সংবাদদাতা : ১৫ এপ্রিল ২০২৫ অর্থাৎ ১লা বৈশাখ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা করার সময় বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। তারই সাথে আহত হন বি-টেক ফাইনাল ইয়ার পড়ুয়া আকাশ মাঝি। এর পরই দ্রুত উদ্ধার করে দুই জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় এনআইটির নিজস্ব হাসপাতালে। পরে ভর্তি করা হয় দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে। এদের মধ্যে শরীরের বেশির ভাগ প্রায় (৬৫ শতাংশ) পুড়ে যায় অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের। এনআইটি কর্তৃপক্ষ ওই অধ্যাপককে দুর্গাপুরের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায়। রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায় সোমবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের। চলতি বছরের ডিসেম্বর মাসে তা়ঁর অবসর গ্রহণের কথা ছিল।