স্পঞ্জ আয়রণের দূষনের প্রতিবাদে খড়্গপুর জনজাগরণ কমিটির বিক্ষোভ ডেপুটেশান!
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে খড়গপুরে রেশ্মীর স্পঞ্জ আয়রণের দুষন এবং নতুন ফ্যক্টরি চালু করার প্রতিবাদে খড়গপুর জনজাগরণ কমিটি আন্দোলন করে আসছে। কারণ রেশ্মীর স্পঞ্জ আয়রণ হচ্ছে ভারত সরকারের উল্লেখিত এক লাল তালিকা ভুক্ত কোম্পানী। যে কারণে সমগ্র খড়গপুর শহর জুড়ে ব্যপক দুষন ছড়াচ্ছে। দিল্লী, মুব্বাইয়ের থেকে ও খড়গপুরের বায়ু দূষন সর্বাধিক। ফলে দুষন জনিত নানা সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। চুলকানী, হাঁপানি থেকে শুরু করে, হার্ট, লান্সের রোগ সহ ক্যনসার হচ্ছে এই দুষন থেকে। আগামী দিনে এই দুষন না কমলে এই সমস্ত রোগ খড়গপুরে মহামারীর আকার ধারন করবে।
গত বছর পাঁচবেড়িয়া ও বিদ্যাসাগরপুর সংলগ্ন এলাকায় ওয়ালীপুর মৌজায় যে রেশ্মী গ্রুপের নতুন কারখানা তৈরী হচ্ছিল সেই সময় চিমনি বসানোকে কেন্দ্র করে কমিটি ব্যপক প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ এমন জায়গায় যায় যে রেশ্মির পক্ষে সেই চিমনি বসানো আর সম্ভব হয়নি, উল্টে আন্দোলনের চাপে কারখানা থেকে চিমনি সহ সমস্ত মালপত্র সরিয়ে নিয়ে যায়। কিন্তু রেশ্মি যাতে পুনরায় সেই কারখানা শুরু করতে নাপারে এবং চালু কারখানায় স্পঞ্জ আয়রণের যে ব্যপক দুষন সমগ্র খড়গপুর শহরকে গ্রাস করছে তা বন্ধ করতে হবে নতুবা স্পঞ্জআয়রণের লাল তালিকাভুক্ত কারখানা বন্ধ করতে হবে। স্পঞ্জ আয়রণের যে ব্যপক ছাই যা আসলে এক প্রকার বিষ, সারা খড়গপুর জুড়ে খোলাজায়গায় ফেলে জমি ভরাটের কাজে লাগাচ্ছে রেশ্মি কতৃপক্ষ তা ও বন্ধ করতে হবে। এই দাবী সহ আরো কিছু দাবীতে গত নভেম্বর মাস থেকে সমগ্র পাঁচবেড়িয়া ইন্দা সহ বিভিন্ন জায়গায় পাড়া বৈঠক এবং প্রতিবাদ সভার কর্মসূচি চালায়। এরপর তারা বৃহত কর্মসূচি হিসাবে ৬ই ফ্রেঃ এস ডি ও র সাথে ডেপুটেশানের কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি রুপায়নের জন্য সারা খড়গপুর শহর জুড়ে ব্যপক প্রচার চালানো হয়, বিশেষ করে সমগ্র পাঁচবেড়িয়া এলাকায় ব্যপক সাড়া পড়ে। মানুষের স্বতস্ফুর্ত প্রতিবাদ এস ডি ও র কাছে আছড়ে পড়বে বুঝতে পেরে এস ডি ও নিজে ডেট দিয়ে ও ঐদিন অনুপস্থিত থাকেন। এস ডি ও র অনুপস্থিতীতে ডি এম ডি সি অনুপম বাগ ডেপুটেশান গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এত দিন খড়গপুরের মানুষ রেশ্মির বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পেত, এই প্রথম রেশ্মির বিরুদ্ধে বুকে সাহস দেখিয়ে প্রশাসনের কেন্দ্রে বড় বিক্ষোভ সভা সম্পন্ন হলো। সেই ভয়েই এস ডি ও নিজে ডেট দিয়ে ও ভয়ে পালিয়ে গেছে। আগামী দিনে আমরা এই আন্দোলন কে এমন জায়গায় নিয়ে যাবো রেশ্মি ও এই এস ডি ওর মতই খড়গপুর ছাড়তে বাধ্য হবে। এই দিন ডেপুটেশনে গিয়েছিলেন, মেহেবুব আলী খাঁ, আসলাম আহমেদ, সৌপর্ণ চক্রবর্তী, মুদেস্বর আরিফ, সোয়েল রাজা, বিলকিস খানম, সেক মেহেরাজ, সেক মুস্তাক, সেক সামী উল্লা। এই দিন বিক্ষোভ সভায় প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশ উল্লেখ যোগ্য।