"আর জি কর" তদন্তে CBI-এর ভূমিকা নিয়ে পাঁশকুড়া নাগরিক সমাজের প্রতিবাদ সভা!
পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা: আর জি করের ধর্ষণ ও খুনের মামলায় রাজ্য সরকার ও CBI এর যোগসাজসে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তাদের জামিন দেওয়া হয়েছে। CBI এর এই ভূমিকার প্রতিবাদে এবং অভয়ার দ্রুত ন্যায়বিচারের দাবিতে পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার পাঁশকুড়া স্টেশনে নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্যাকুড়ি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার জানা, বক্তব্য রাখেন পাঁশকুড়া নাগরিক সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী কল্যাণ রায়, নাগরিক সমাজের আহ্বায়ক শ্রী অঞ্জন মন্ডল, শ্রী স্বান্তনু চক্রবর্তী, শ্রীমতী শ্রাবন্তী মন্ডল, শ্রী সুমন্ত সী ও আরও অনেকে। বক্তারা আর জি কর এর ঘটনার প্রতিবাদে তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।