ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরৎ না দেওয়ার প্রতিবাদে মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরৎ না দেওয়ার প্রতিবাদে এবং ভর্তির ফি ফেরৎ দেওয়ার দাবিতে মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। বিজেপির যুব সংগঠন ABVP ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বেশকিছু ছাত্রী। ছাত্রীদের অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে প্রায় ৪০/৫০ জন ছাত্রী বিভিন্ন বিভাগে ভর্তির জন্য রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ে ফর্ম ফিলাপ করেছিল। কিন্তু তারা পরবর্তী সময়ে বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় মহিলা কলেজে ভর্তি না হওয়ার আবেদন জানান, কিন্তু ছাত্রীদের অভিযোগ, ভর্তি বাতিল হলেও তাদের ভর্তির সময় দেওয়া টাকা ফেরৎ দিচ্ছেনা মহিলা কলেজ কর্তৃপক্ষ। তাই অবিলম্বে টাকা ফেরতের দাবি তুলেছেন ছাত্রীরা।আন্দোলনে সামিল ABVP ছাত্র সংগঠনের দাবি, UGC এর গাইডলাইন থাকা সত্ত্বেও প্রায় ৪০/৫০ জন ছাত্রীর টাকা এভাবে আটকে রেখেছে মহিলা কলেজ কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ বেআইনি। ছাত্রীদের টাকা ফেরৎ না দিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।