বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে মেদিনীপুরে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির মিছিল!
পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার,লুটপাট, অগ্নি সংযোগ ও নিপীড়নের প্রতিবাদে এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার বিকেলে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে, জেলা শহর মেদিনীপুরে এক ঐতিহাসিক মিছিলের আয়োজন করা হয়। মিছিল অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ। মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স এলাকা থেকে মিছিল শুরু হয়ে মেদিনীপুর শহরের রিংরোড পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীরা বলেন, বাংলাদেশে হিন্দু ভাই-বোনেদের উপর যে নির্মম অত্যাচার ও নিপীড়ন চলছে তারই প্রতিবাদে এই ঐতিহাসিক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।