ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুরের শহরের কালেক্টরেটে বিক্ষোভ সমাবেশ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুরের শহরের কালেক্টরেটে বিক্ষোভ সমাবেশ মেদিনীপুর টাউন মুসলিম কমিটির। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ,খড়গপুর গ্রামীণ ,মেদিনীপুর সদর সহ বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয় কালেক্টরেটে জেলা শাসকের কার্যালয়ের সামনে। ওয়াকাপ আইনের বিরুদ্ধে কড়া ভাষায় আওয়াজ তোলা হয় এদিনের এই সমাবেশ থেকে। কেন্দ্রীয় সরকারকে নিশানাও করেন বক্তারা। অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবিতে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনে জমা দেন সংগঠনের সদস্যরা। যাতে কোন বিশৃঙ্খলা না ছাড়াই তা দেখতে জেলাশাসকের চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।