মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার ডাক্তারদের!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : চিকিৎসকদের একাংশের কাছ থেকে হুমকি পেয়ে দ্বিতীয় আর জি করের আশঙ্কা করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার ডাক্তারদের। আর জি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সারা রাজ্যের সঙ্গে কর্মবিরতিতে সামিল হয়েছে মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার ডাক্তাররা। আর তাদের কপালে জুটছে হুমকি। এসব আন্দোলন করা যাবেনা বলে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে জুনিয়ার ডাক্তারদের। মেদিনীপুর মেডিক্যাল থেকে পাস আউট হওয়া মুস্তাফিজুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে মেদিনীপুরের জুনিয়ার ডাক্তাররা। শুধু তাই ক্ষুব্ধ জুনিয়ার ডাক্তারদের মুখে শোনা গেল মেডিক্যালে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নানা ভাবে র‍্যাগিং ও হয়রানি করার কথা। এই সমস্ত বিষয় গুলির প্রতিকার চেয়ে এবং মেদিনীপুর মেডিক্যালে থ্রেড কালচার বন্ধ এবং যারা থ্রেড দিচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়ার ডাক্তাররা। তাদের অভিযোগ, মেদিনীপুর মেডিক্যালে যা চলছে, যদি না পদক্ষেপ গ্রহন করা হয় তাহলে এটাও আর জি করের রুপ নেবে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার ডাক্তারদের