নিমতৌড়িতে প্রতিবাদী অবস্থান কৃষকদের!
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বোরো মরশুম শুরুর পূর্বেই সহস্রাধিক কৃষক নিমতৌড়িতে প্রতিবাদী অবস্থানে সামিল হল। অবস্থান কর্মসূচিতে এম আর পি রেটে সার সরবরাহ,স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, জেলার মজে যাওয়া নিকাশি খালগুলি সংস্কার এবং এম এস পি কে আইনে পরিণত করা ইত্যাদি দাবি তোলা হয়। অবস্থান মঞ্চ থেকে একদল প্রতিনিধি জেলাশাসক ও জেলা সভাধিপতিকে স্মারকলিপি প্রদান করে। আগামী ফেব্রুয়ারি মাসে শহীদ মিনার ময়দানে লক্ষাধিক কৃষক জমায়তের প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি । অল ইন্ডিয়া কিষান ও খেতমজদুর সংগঠনের ব্যানারে প্রতিবাদী অবস্থানে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস সহ জেলা সম্পাদক জগদীশ সাউ, জেলা সভাপতি উৎপল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।