প্রয়াত হলেন বামপন্থী বুদ্ধিজীবী তথা তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়!
নিজস্ব প্রতিবেদন : রোজকার মতো রবিবারও সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন বামপন্থী বুদ্ধিজীবী তথা তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়। মাথা ফেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। তার পর বিকেল পৌনে ৫টা নাগাদ মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন অমল মুখোপাধ্যায়। পরে বিভাগীয় প্রধানও হন। ১৯৯১ সালে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন অমল মুখোপাধ্যায়। ওই পদে ছিলেন ১৯৯৭ সাল পর্যন্ত। অনেকে মনে করেন, প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনের অমলের যথেষ্ট অবদান ছিল।