পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হবে দুয়ারে ধান সংগ্রহ কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : দুয়ারে রেশনের আদলে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হবে দুয়ারে ধান সংগ্রহ কর্মসূচি। সরকারি সহায়ক মূল্যে ধান সংগ্রহ শুরুর আগে বুধবার জেলা পরিষদের খাদ্য সরবরাহ স্থায়ী সমিতির বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, খাদ্য কর্মাধক্ষ্য প্রতুল দাস সহ সমিতির সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি জানান, পথসাথী তে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় শিবির করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। যার ফলে কৃষকরা উপকৃত হবেন। তাই ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দুয়ারে ধান সংগ্রহ কর্মসূচি। যাতে প্রত্যন্ত এলাকার কৃষকরা নিজেদের ধান নিজেরাই বাড়িতে বসে বিক্রি করতে পারে, তার জন্য ওই কর্মসূচি শুরু করা হবে বলে তিনি জানান।