পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল ১২ হাজার!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ১২৫-টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫১,২৬৮। এর মধ্যে- ছাত্র ২৩,৬২৮ এবং ছাত্রী ২৭,৬৪০। যদিও, নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল ৬৩,৪৭৭ জন পরীক্ষার্থী। তা সত্ত্বেও গত বছরের তুলনায় জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২ হাজারের কিছু বেশি!পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে এবার পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করল জেলা প্রশাসন ও জেলা বাস মালিক সংগঠন। পূর্ব মেদিনীপুর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৬৬ হাজার ২২১ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৬৪ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৩৫৭ জন।শুক্রবার সকাল ৯টা ৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা। সঠিক সময়ে যাতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা পৌঁছাতে পারে সেই জন্য পূর্ব মেদিনীপুর জেলা বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা। আর সেখানেই ঠিক করা হয় মাধ্যমিক পরীক্ষার দিনগুলি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন পরীক্ষার্থীরা।