পশ্চিমবঙ্গ: 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন সলমন খান!

নিজস্ব প্রতিবেদন : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সালমন খান। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছবি উৎসবের সূচনা  করেন দাবাং খান। পাশে ছিলেন সোনাক্ষী সিনহা।এদিন ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাঁদের হাট। বলিউডের একঝাঁক তারকা হাজির দিদির ডাকে। অন্যদিকে গোটা টলিউড ছিল এক ছাদের তলায়। বিশেষ অতিথির তালিকায় সালমান-সোনাক্ষীর পাশে দেখা মেলে অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া, শত্রঘ্ন সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস প্রমুখের।টলিউডের সব রথী-মহারথীরই দেখা  মেলে মঞ্চে। দেব, মিমি, নুসরত,প্রসেনজিৎ,ঋতুপর্ণা সকলেই পৌঁছেছেন এদিন। বলিউড তারকাদের পাশাপাশি এদিন টলিগঞ্জের বর্ষীয়ান তারকা সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়দেরও সম্বর্ধনা জানানো হয় মঞ্চে। উঠে দাঁড়িয়ে সকলে কুর্নিশ জানায় দুই সিনিয়র অভিনেত্রীকে। তাঁদের বুকে টেনে  নেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন অল-ব্ল্যাক লুকে মঞ্চে হাজির সালমান। কালো শার্ট-ব্লেজার আর প্যান্টে দেখা  মেলে ভাইজানের। গোলাপি রঙের শরারায় ঝলমল করলেন সোনাক্ষী। এইবার ছবি উৎসবে মোট ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শিত হবে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে। উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল গান' গেয়ে শুরু হয় অনুষ্ঠান। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। পাশাপাশি স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে। 'সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা' দেবেন লরেন্স কার্দিশ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এইবারই 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগের ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারও কিফের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে এদিন বিশ্বের নানান প্রান্তের নির্মাতা-নির্দেশক এবং সিনেমাপ্রেমীদের ছবি উৎসবে স্বাগত জানালেন দাদা।