পূর্ব মেদিনীপুর জেলার দিঘার রামনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মিষ্টির দোকান!

নিজস্ব সংবাদদাতা : বর্ষশেষের উৎসবের মরশুমে ভয়াবহ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের রামনগরে। বড়দিনের রাতে দিঘার অদূরে বলোকবার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরপর তিনটি দোকান। আগুন লাগে একটি মিষ্টির দোকানে, পরে সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি মিষ্টি ও একটি স্টেশনারি দোকানে। গভীর রাতে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্টসার্কিটের সম্ভাবনা। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।