পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা বাজারের গভীর রাতে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা : ১লা জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা গ্রামে। দোকান বন্ধ করে ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে চড়াও হল একদল দুষ্কৃতী। লুঠ করা হলো ব্যাগ ভর্তি সোনা ও নগদ টাকা। তবে শেষরক্ষা হলো না। ব্যবসায়ীর তৎপরতা ও গ্রামবাসীদের সাহসিকতায় হাতেনাতে ধরা পড়ল ছিনতাইকারীরা। এলাকা জুড়ে ঘনীভূত হচ্ছে বড়সড় কোনও ডাকাত দলের সক্রিয়তার সন্দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাটলা বাজারের ‘গিরিবালা জুয়েলার্স’-এর কর্ণধার যীশু কামিল্যা প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে মালপত্র নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিযোগ, নির্জন রাস্তায় আগে থেকেই ওত পেতে ছিল একদল সশস্ত্র দুষ্কৃতী। যীশু বাবুকে একা পেয়ে তারা পথ আটকায় এবং ধারালো ছুরি ও বন্দুক দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ভোজালির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও সাহসের পরিচয় দেন ওই ব্যবসায়ী। তড়িঘড়ি ফোনের মাধ্যমে সহকর্মী ও বন্ধুদের খবর দেন তিনি।খবর পাওয়া মাত্রই চাটলা বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় এলাকা। পালানোর পথ না পেয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় কয়েকজন ছিনতাইকারী। উত্তেজিত জনতা তাদের একটি ঘরে আটকে রাখে। খবর দেওয়া হয় এগরা থানায়। পুলিশ আসার আগে গণপিটুনিতে রীতিমতো নাজেহাল হয় ধৃতরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনা ও টাকা।স্থানীয়দের দাবি, এলাকায় এক সপ্তাহ আগেই একই দিনে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে এই ছিনতাইকারীদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রামবাসীদের ধারণা, এর নেপথ্যে একটি বড়সড় ডাকাতচক্র সক্রিয় রয়েছে, যারা আশেপাশের গ্রাম ও গ্রাম সংলগ্ন এলাকায় দিনের পর দিন চুরি ও ছিনতাই চালাচ্ছে।