পূর্ব মেদিনীপুরের ঘোষপুর উচ্চ বিদ্যালয় ১২৫-তম বর্ষপূর্তি উদ্যাপন!
সমীরণ ভৌমিক : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর একটি ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোষপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯০১ সালে। এটি পূর্ব মেদিনীপুরের একটি পুরনো ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ১২৫ বছর পূর্তি উৎসব পালন করা হলো এই বিদ্যালয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দর পাটনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গৌতম বোস,গৌতম বোস,ডঃ পার্থ কর্মকার,দেবাশীষ সরকার,চিন্ময় সরকার,ছন্দা জানা মন্ডল, স্বাতী কর্মকার,ডঃ বাপ্পাদিত্য জানা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। দুই দিনের মঞ্চে উপস্থাপিত অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালকের দায়িত্বে ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সুকদেব শাসমল।
ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না সংগীত পরিবেশন করেন। শিক্ষাকর্মী বলেন আজকের দিনটা বড় সাফল্য বলা যায়। এইভাবে পায়ে পায়ে ১২৫ বছর অতিক্রম, যে কোনো প্রতিষ্ঠানের কাছেই অত্যন্ত গর্বের,আনন্দের। আর আমরা আজকে সেই গর্ব ও আনন্দের অনুভূতিটুকু এখানে উপস্থিত হয়ে উপলব্ধি করতে পারলাম। এই প্রতিষ্ঠানের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা রইলো।