হলদিয়া- কুকড়াহাটি-ডায়মন্ড হারবার ফেরি লঞ্চ ডুবে গেল হুগলি নদীতে!

নিজস্ব সংবাদদাতা:  ৬ই আগস্ট বুধবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানার কুকড়াহাটি থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে যাচ্ছিল লঞ্চটি। ফেরিঘাট থেকে ছাড়ার পর কিছুটা দূরে গিয়ে বাঁক নিতে গিয়েই জেটি ঘাটে ধাক্কা লেগে  বিপত্তি ঘটে। হঠাৎই লঞ্চের পাটাতনে বড়সড় ফাটল ধরা পড়ে এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়।  এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,যাত্রীবাহী লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি এসেছিল,তারপর যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চটি ব্যাক করার সময় কুকড়াহাটি জেটি ঘাটে ধাক্কা লেগে লঞ্চটি জলে ডুবে যায়। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।