পূর্ব মেদিনীপুরে টিবি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মানবিক উদ্যোগ নিল কেয়ার অফ খেজুরী!
নিজস্ব সংবাদদাতা : ‘টিবি মুক্ত সমাজ’ গঠনের লক্ষ্যকে সামনে রেখে এক প্রশংসনীয় উদ্যোগ নিল কেয়ার অফ খেজুরী স্বেচ্ছাসেবী সংস্থা। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের সহযোগিতায় খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের মোট ১০ জন টিবি রোগীর জন্য উদ্ভিজ্জ পুষ্টিকর খাদ্য-সহায়তা প্রদান করা হলো।সংস্থার তরফে জানানো হয়েছে, এই সহায়তা আগামী কয়েক মাস ধরে নিয়মিতভাবে দেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার (DTO), খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক,STS, STLS সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং কেয়ার অফ খেজুরীর সদস্য-সদস্যারা।সংস্থার সভাপতি শুভ্রজিৎ পন্ডা বলেন,“টিবি আক্রান্ত মানুষের পাশে পুষ্টিকর খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
বিভিন্ন সংস্থা, কোম্পানি ও ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে টিবি নির্মূলের পথ আরও মসৃণ হবে।”এ প্রসঙ্গে জেলা টিবি অফিসার জানান,“সামাজিক সংস্থার এই ধরনের সহযোগিতা টিবি প্রতিরোধে বড় ভূমিকা রাখে। নিয়মিত পুষ্টি সহায়তা রোগীর সুস্থতায় সহায়ক। কেয়ার অফ খেজুরীর এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।”জনস্বাস্থ্য রক্ষায় এ দিনের কর্মসূচি স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।