কোলাঘাটের কুমারহাটে হোসিয়ারী কারখানায় ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার হোসিয়ারী দ্রব্য ভস্মীভূত!

নারায়ণ চন্দ্র নায়ক : আজ শুভ ভাতৃদ্বিতীয়া,ভাই দূজ, ভাও বীজ, ভাই টীকা, ভাই ফোঁটা হৈছে হিন্দু সকলৰ দ্বাৰা পালিত এক উৎসৱ। বৃহস্পতিবার,২৩শে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে ভোর ৬ টা নাগাত একটি হোসিয়ারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক জানান,নিমিষের মধ্যেই পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়ে যায়।

ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। পুলিশের প্রাথমিক অনুমান কারখানার সামনেই বিদ্যুতের খুঁটি থাকায় সর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। আবার স্থানীয়রা কেউ কেউ বলছেন,আজ ভোরবেলায় যে আতশবাজি ফাটানো হচ্ছিল,সেই আতশবাজির আগুনের ফুলকি থেকে ঘটেছে এই বিপত্তি। কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে। এই অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় কুলিয়া গ্রামের বাসিন্দা নানু ঘড়ার কারখানার কয়েক লক্ষ টাকার হোসিয়ারী দ্রব্য ও যন্ত্রপাতি নষ্ট হয়েছে। ভাতৃদ্বিতীয়ার কারণে কারখানা ছুটি থাকায় কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল না।