কোলাঘাটের ভোগপুরে এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা : কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কেসিমন বিবি(বয়স-৮০ বছর)স্বামী-মৃত ইউনুস এস. আই.আর.আতঙ্কজনিত কারণে গতকাল রাত ১১ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে পরিবারের সূত্রে জানা গেছে।
এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক নেতৃত্ব নারায়ন চন্দ্র নায়ক বলেন, মৃতার ২ ছেলের মধ্যে একজন মৃত। মৃত ছেলের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। জীবিত ছেলে শেখ নাসিরুদ্দিনের বয়স ৪৫ বছর হলেও তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। মৃতার চার মেয়ে রয়েছে। তারা বিবাহিত।ওনার পুত্র শেখ নাসিরউদ্দিনও আতঙ্কে রয়েছে বলে জানা গেছে। নারায়নবাবু প্রশাসনের পক্ষ থেকে যে কারুরই গ্রামে উপস্থিত হয়ে ছেলের সাথে কথা বলে আতঙ্ক দূর করার ব্যবস্থা নিতে বিডিও'র নিকট অনুরোধ করছেন।