পরোপকারী ছাত্র যুবদের কীর্তি!
পূর্ব মেদিনীপুর নারায়ন চন্দ্র নায়ক : কারা যেন বলে আজকের দিনে ছাত্র যুবকরা শুধুই আত্মকেন্দ্রিক ! সমাজ বিমুখ,! মোবাইলপ্রেমী, নিজেরটা ছাড়া আর কারোর কথা ভাবে না। কথাটি সর্বৈব সত্য নয়! আজ ১৫ই ডিসেম্বর শহীদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের ২০ ছাত্র যুবকের কীর্তি কিন্তু অনুপ্রেরণার। এদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে! এদের কেউ ছাত্র, কেউ কাঠের মিস্ত্রি, বা কেউ ক্ষুদ্র দোকানদার বা কেউ সমাজকর্মী। এরা সকলেই মাস দুয়েক আগে থেকে একত্রিত হয়েছে 'মানুষ মানুষের জন্য' স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে। এলাকার পরিচিত বিদ্যাসাগর গ্রন্থাগার গবেষণা কেন্দ্রে সাপ্তাহিক বৈঠকি আড্ডা চলে। কখনো বা এদের দেখা পাওয়া যায়- প্রিয় মনীষীদের জন্ম ও মৃত্যু দিন পালন কর্মসূচিতে। মাসাধিক কাল ধরে মূলত এলাকার কিছু দরদি মানুষ ও অনলাইনে বন্ধুদের থেকে ১৫,০০০টাকা সংগ্রহ করে দুই ব্লকের শ'খানেক দুস্থ ভ্যানচালক পরিচারিকা ও গরীব মানুষকে এই শীতের হাত থেকে রক্ষার জন্য কম্বল, চাদর প্রদান করেছে। ওই সংস্থার তরফে স্বপন জানা,শাশ্বতী প্রামানিক বলেন, বিদ্যাসাগরের বই পড়েছি। বড় মানুষ সহ বিপ্লবীদের জীবন সংগ্রাম চর্চা করি। তাঁদের আদর্শ থেকে শিক্ষা নিয়েই গরিব ভ্যানচালক ,পরিচারিকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি। আমাদের সামর্থ্য অল্প হলেও এই সমাজ সেবামূলক কাজকর্ম আমরা আগামীদিনেও চালিয়ে যাব। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক সমীর সিং ও মানবাধিকার সংগঠনের নেতা প্রদীপ দাস।