পূর্ব মেদিনীপুরে ময়নার বলাইপণ্ডা এলাকায় বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে ১৩ জন শিক্ষিকা চাকরি হারালেন!
নিজস্ব সংবাদদাতা : বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে বলাইপণ্ডা এলাকায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়। এই স্কুলে মোট ছাত্রী সংখ্যা ১৭০০। বিপুল সংখ্যক ছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকা মিলে মোট ৩৩ জন ছিলেন। এই স্কুলে এমনিতেই শূন্যপদ রয়েছে ১০টি। এ দিকে সু্প্রিম কোর্টের রায়ের পরে একদিনে এই স্কুলের ১৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি গিয়েছে। এমনিতেই শিক্ষকের সংখ্যা কম। তার উপর এক সঙ্গে ১৩ জনের চাকরি বাতিল হয়ে যাওয়ায় আতান্তরে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মণ্ডল। একযোগে এত জন শিক্ষকের চাকরি চলে গেলে আমরা স্কুল চালাব কি করে? এতগুলো ক্লাস নেব কি করে?" চিন্তিত স্কুল কর্তৃপক্ষ।