পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-ধর্ষণকাণ্ডের প্রতিবাদ, বনধ ডাকল SUCI!

নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচার ও খুনের ঘটনার প্রতিবাদে আজ ১৮ই সেপ্টেম্বর এস ইউ সি আই কমিউনিস্ট দলের ডাকা পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্ সকাল ছয়টা থেকে শুরু হয়। চলে সন্ধে ছটা পর্যন্ত। সকালে পাঁশকুড়া স্টেশন বাজার,পাঁশকুড়া পুরাতন বাজার,মেচগ্রাম,পীতপুর প্রভৃতি স্থানে পিকেটিং করে দলের কর্মী-সমর্থক-দরদীরা।

এছাড়াও পাঁশকুড়া স্টেশন বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সম্মুখস্থ স্থানে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বনধ্ এর সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ১০-৩০ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পীতপুরে বনধ্ সমর্থককারীরা পথ অবরোধ করে। দলের ছাত্র সংগঠন এআইডিএসও'র কর্মীরা পাঁশকুড়া বনমালী কলেজের গেটেও বিক্ষোভে সামিল হয়। সব মিলিয়ে বনধ্ এ মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। বেশ কিছু দোকান বন্ধ ছিল। দলের কর্মী-সমর্থকরা পিতপুর হাসপাতাল গেটেও বিক্ষোভ প্রদর্শন করেন। আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি ও সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা,সদস্য তপন নায়ক প্রমুখ। প্রণব মাইতি আজকের বনধ্ কর্মসূচি সফল করার জন্য পাঁশকুড়া ব্লকবাসীকে অভিনন্দন জানান।নারায়ণ চন্দ্র নায়ক জানান, উক্ত দাবীগুলি পূরণে প্রশাসন কার্যকরী উদ্যোগ অবিলম্বে গ্রহণ না করলে দল আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।