তানজানিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে নজির গড়লেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা অর্পিতা পাত্র

নিজস্ব সংবাদদাতা : আফ্রিকা মহাদেশের তানজানিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে নজির গড়লেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা অর্পিতা পাত্র। ৫৮৯৫ মিটার উঁচু এই শৃঙ্গে ওড়ালেন জাতীয় পতাকা। দুঃসাহসিক চ্যালেঞ্জ, অকুতোভয় লড়াইয়ের মধ্যে নতুন সৃষ্টির বার্তা রয়েছে অর্পিতার এই সাফল্যে। তাঁর এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দারাও। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার হাউর স্টেশন সংলগ্ন পড়ন গ্রামের বাসিন্দা অর্পিতা পাত্র। বাবা প্রাক্তন শিক্ষক অহিভূষণ পাত্র, মা সীমা পাত্র মেয়ের এই সাফল্যে রীতিমতো খুশি। স্বামী আশিস চৌধুরি বেঙ্গালুরুতে উচ্চ পদে কর্মরত। এই অভিযানের তাঁর উৎসাহ ছিল প্রশংসনীয়। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (এইচআইটি) কম্পিউটার সাইন্সের প্রাক্তন ছাত্রী। বর্তমানে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপিকা অর্পিতা। বিজ্ঞানী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বরাবরই চ্যালেঞ্জিং কিছু কাজ করতে তাঁর জেদ চেপে বসে। সম্প্রতি তাঁর পর্বত জয়ের ঘটনা তেমন নজির গড়েছে। তিনি বলেন, "আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয় চ্যালেঞ্জিং ছিল। নাম রেখেছিলাম এক্সপিডিশন অপরাজিতা।