পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাডপার্মার টিবি নির্ণায়ক মেশিন স্থাপন!
নিজস্ব সংবাদদাতা : পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যক্ষ্মা ইউনিট ও যক্ষ্মা রোগ নির্ণয়কারী উন্নত প্রযুক্তির মেশিন বসানো হল।পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যক্ষ্মাকে একেবারে নির্মূল করতে জেলা জুড়ে নিক্ষয় মিত্র নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি আরও বেশি করে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি পকেটে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব এখনও রয়েছে। যক্ষ্মা নির্মূলের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করা প্রথম জেলায়। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা অ্যাডপার্মা, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি উদ্যোগ যক্ষ্মা (টিবি) রোগ নির্ণয় ক্ষমতাকে শক্তিশালী এবং উন্নত করতে শুক্রবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি উচ্চমানের কোয়াট্রো ট্রুন্যাট (Quattro Trunaat) প্রযুক্তির মেশিন বসানো হল। এই চার চেম্বার ট্রুনাট মেশিনটিতে একসঙ্গে চারজনের থুতুর নমুনা পরীক্ষা করার সুবিধা রয়েছে। ফলে টিবি রোগ নির্ণয়ে এই উন্নত মেশিন আরও দ্রুত কাজ করতে পারবে।