এশিয়ার বৃহত্তম ফুলবাগান - পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ফুলের শহর ক্ষীরাই!

সমীরণ ভৌমিক : যতদূর চোখ যায় শুধু রংবেরঙের ফুল আর ফুল। একঝলক দেখলে মনে হয় যেন ‘ফুলের দেশ’। এই হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ফুলের শহর ক্ষীরাই । গত ১৫ই ডিসেম্বর থেকে চালু হয়েছিল। আজ আনুষ্ঠানিক ২৫শে ডিসেম্বর , বৃহস্পতিবার, দর্শকদের জন্য 'ফুলের মেলা 'স্বঘোষিত হলো।এই ফুলের মেলার উদ্বোধনীতে ছিলেন পাঁশকুড়া থানার আই সি সমর দে ও অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ।

পুরসভা এবং পঞ্চায়েত এলাকা জুড়ে কয়েক শত বিঘা জমি জুড়ে নানান জাতের ফুলচাষ হচ্ছে, যে ফুলগুলি বাইরের দেশে রপ্তানি হয়। আমাদের গর্বের বিষয় পাঁশকুড়া পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ফুল উৎপাদনে ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে।’ এই ফুলবাগানে কয়েক হাজার মানুষের ভিড় হয় বহু দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন ছবির মতো সাজানো বিধার পর বিঘা ফুলবাগান দেখতে।

গত চার-পাঁচ বছরের মধ্যে ক্ষীরাই তার ফুলের জন্য জনপ্রিয়তা পেয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও পর্যটকরা আসছেন ক্ষীরাইয়ের ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে। বাগানের সামনে এসে দাঁড়িয়ে এক পলক দেখে মনে হবে এক চিত্র শিল্পীর আঁকা বিরাট একটা রঙিন ক্যানভাস।