পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের বড় সাফল্যে : স্বর্ণব্যবসায়ীর ৩০ লক্ষ টাকার ছিনতাই উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার একটি চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। কম দামে সোনা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে এবং প্রতারণার বিপুল অর্থ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জানা যায়, মহিষাদলের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ সামন্তকে পূর্বপরিকল্পিতভাবে একটি চক্র ফাঁদে ফেলে। অভিযুক্তরা তাঁকে বাজার মূল্যের চেয়ে কম দামে সোনা দেওয়ার লোভ দেখিয়ে গত ২১শে সেপ্টেম্বর দুপুরে একটি নির্দিষ্ট স্থানে ডেকে পাঠায়। সোনা কেনার জন্য অভিযোগকারী নগদ ৩০ লক্ষ টাকা নিয়ে সেখানে পৌঁছান।ঘটনাস্থলে পৌঁছানোর পরই পরিস্থিতি পাল্টে যায়। অভিযুক্ত হাশেম সেখ, তপন বেরা এবং বিশ্বজিৎ মুখার্জী অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তেই একটি সাদা রঙের গাড়িতে চড়ে ১০-১২ জন দুষ্কৃতী লাঠি হাতে এসে প্রদীপ সামন্তকে মারধর করে এবং নগদ ৩০ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পরই মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে। পুলিশের নিরলস প্রচেষ্টায় ও দ্রুত পদক্ষেপে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে প্রতারণার অর্থ ২৭,০০,০০০ টাকা (সাতাশ লক্ষ টাকা) অভিযোগকারী প্রদীপ সামন্তের হাতে ফিরিয়ে দেওয়া হয়।