পূর্ব মেদিনীপুরের দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন বাগদেবী সরস্বতী পুজোর অভিনব আয়োজন!
নিজস্ব সংবাদদাতা : শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বরাবরই আলাদা মাত্রা পেয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন এবার পুজোয় অভিনব আয়োজন এনেছে তাদের আমন্ত্রণ পত্রে। ১৯শে জানুয়ারী সোমবার ষোল পাতার আমন্ত্রণ পত্র ‘দেবীতমে সরস্বতী’ প্রার্থনা সভায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করল দশম শ্রেণির সায়ন্তন শুঁই, সৌভিক শুঁই, অরুণ জানা, অষ্টম শ্রেণীর অরিণা পন্ডা, প্রেরণা জানা, সপ্তম শ্রেণির সৌজন্যা সাহুরা। ছাত্র ছাত্রীদের নিয়ে সরস্বতী অঙ্কন প্রতিযোগিতায় প্রথম সপ্তম শ্রেণির ছাত্রী সৌজন্যা সাহু’র ছবি প্রচ্ছদ হয়েছে। এতে আছে সরস্বতী নামের উৎস সন্ধান, দেবীরূপে সরস্বতী, ইতিহাসের আলোকে, শ্রীপঞ্চমী তিথিতে পুজো, সরস্বতী দেবীর বাহন, সরস্বতীর দেবীর হাতে বীণা, সরস্বতীর হাতে বই, অঞ্জলি’র মন্ত্র, প্রণাম মন্ত্র নিয়ে নন্দগোপাল পাত্রের লেখা ‘অথঃ সরস্বতী কথা’। এছাড়া রয়েছে ভারতখ্যাত চিত্রকর রাজা রবি ভার্মা, নন্দলাল বসু’র আঁকা ছবি, মহীশুর চিত্রে সরস্বতী, কালিঘাট পটচিত্রে সরস্বতী, মধুবনী চিত্রে সরস্বতী এবং স্কুলের বিগত কয়েক বছরের পুজোর ছবি।
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক পরশুরাম মণ্ডল জানান- চলতি বছরের শুরুতে আমাদের শিক্ষক নন্দগোপাল পাত্র আমাকে তাঁর এক ইচ্ছের কথা জানায়। এর পর নতুন কিছু করার লক্ষ্যে ১০ জানুয়ারি আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে সরস্বতী অঙ্কন প্রতিযোগিতা হয়। সহকর্মীদের বিচারে সেরা হয় সপ্তম শ্রেণির ছাত্রী সৌজন্যা সাহুর আঁকা ছবি এবারের পুজোর পুস্তিকার প্রচ্ছদ হয়েছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী সুদেষ্ণা জানা আমন্ত্রণ পত্র হস্তাক্ষরে লিখেছে। নন্দগোপালবাবু লিখেছেন অথঃ সরস্বতী কথা। সব কিছু নিয়েই ২০২৬ শিক্ষাবর্ষে আমাদের সরস্বতী পুজোর অর্ঘ্য ‘দেবীতমে সরস্বতী’। দেবীতমে সরস্বতী'র ভাবনা স্কুলের শিক্ষক নন্দগোপাল পাত্রের। তিনি জানান- সরস্বতী পুজোর সময় প্রতি বছর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা স্কুলের পূজা নিয়ে ব্যতিক্রমী কিছু কাজ দেখতে পাই। চলতি বছরের জন্য সেই ভাবনার শুরু গত অক্টোবর থেকেই। সময় পেলেই ইন্টারনেটে সরস্বতী দেবীর ছবির খোঁজ করতাম। নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে বিখ্যাত চিত্রকরদের কয়েকটা ছবি পেয়েছিলাম। আর সাহায্য নিয়েছি কয়েকটা বই এবং আমার মাস্টারমশাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার মিশ্রের। বিদ্যালয় থেকে অবসর গ্রহণের আগে আমাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য পরিচালন সমিতি এবং আমার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।