পূর্ব মেদিনীপুর জেলার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে সংস্কৃত বিভাগের উদ্যোগে দুদিন ব্যাপী একটি জাতীয় আলোচনাসভা!

নিজস্ব সংবাদদাতা :  পূর্ব মেদিনীপুর জেলার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় উদ্যোগে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ব্যাপী একটি জাতীয় আলোচনাসভার আয়োজন করা হয়। বিষয় ছিল, "Janajati's Contribution to the Development of Indian Knowledge System ".। উপস্থিত ছিলেন প্রফেসর গৌরাঙ্গ চরণ নন্দ, মি. দামোদর পতি, প্রফেসর সুমোহন বন্দ্যোপাধ্যায়, প্রফেসর শিবব্রত দাস, ড. কালিপ্রসন্ন সৎপথী, ড. বিশ্বমোহন জেনা প্রমুখ এই বিষয়ে আলোকপাত করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট স্বামী অচ্যুতানন্দ গিরি মহারাজ। সভাপতির আসন অলংকৃত করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর (ড.) প্রদীপ্ত কুমার মিশ্র মহোদয়। ভারতবর্ষের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় নব্বই জন ছাত্র গবেষক তাঁদের গবেষণা পত্র উপস্থাপন করেন।ভারতীয় জ্ঞান পরম্পরা পদ্ধতিতে প্রাচীন জনজাতির ইতিহাস,বিবর্তন এবং বিকাশের কথা এই আলোচনায় উঠে আসার ফলে ছাত্র গবেষকগণ উপকৃত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সংস্কৃত বিভাগের অধ্যাপক ভূপেন মন্ডল,সত্যেন্দ্রনাথ আদক,মানস প্রসূন ভট্টাচাৰ্য, মঞ্জু দত্ত এবং বিভাগীয় প্রধান ও সেমিনার এর আহ্বায়ক ড. লক্ষ্মীকান্ত ষড়ঙ্গী সুচারু ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রীময়ী রায়।