পূর্ব মেদিনীপুর জেলার এগরায় প্রাক্তন পুর ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ ৭ কোটি বাজেয়াপ্ত!
নিজস্ব সংবাদাতা : পূর্ব মেদিনীপুর জেলার এগরায় পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ সাত কোটি টাকা উদ্ধার করা হল। শুধু তাই নয়, তাঁর বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। যদিও সরকারিভাবে আপাতত বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর একটার পরে এগরার পুরসভার সাত নম্বর ওয়ার্ডে পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে আসেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চারজন অফিসার। ছয় ঘণ্টার মতো চলে তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত করা হয় নগদ সাত কোটি টাকা এবং কয়েক ভরি সোনা।সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন।