পূর্ব মেদিনীপুর জেলার ঘোষপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তনী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ মেধাবী কৃতী প্রাক্তনীদের সম্বর্ধনা জ্ঞাপন!

সমীরণ ভৌমিক : ৮ই নভেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের হাউর ঘোষপুর রাসমঞ্চ প্রাঙ্গন সংলগ্ন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুঃস্থ মেধাবী কৃতী প্রাক্তনীদের সম্বর্ধনা জ্ঞাপন কর্মসূচি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন স্বামী মহাক্রমানন্দ মহারাজ, বিপ্লব রায় চৌধুরী, বীরেন্দ্রনাথ মন্ডল,ডঃ নারায়ণ চন্দ্র মাইতি, ডঃ গোবিন্দ প্রসাদ কর, ডঃ চিত্তরঞ্জন মাইতি, বাসুদেব মিশ্র, ধনঞ্জয় মন্ডল, ডঃ সুকেশ মন্ডল, ডঃ বাণীপ্রসাদ দে, ননীগোপাল আদক, বিনোদ বিহারী সামন্ত প্রমুখ । মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদের ব্যাচ, মমেন্টো, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। কৃতি প্রাক্তনীদের সম্মাননা ও চাহিদা সম্পন্ন প্রাক্তনীদের সহায়তা প্রদেয় যোগ্য রাশি- দুঃস্থ প্রাক্তনী, অসুস্থ, মেধাবী, ক্রীড়া সংক্রান্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে মহারাজজী ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের হাত হইতে অর্থ ও সম্মানীয় মানপত্র তুলে দেওয়া হয়।