পুরীর মন্দিরের পতাকাই ছিঁড়ে নিয়ে উড়েছিল ঈগল!
নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৫টার সময় ।ওডিশার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের উপর দিয়ে একটি একটি ঈগলের উড়ে যাওয়া দেখে রীতিমতো হাড়হিম সাধারণ মানুষের। দাবি করা হয় যে, পুরীর মন্দিরের উপর দিয়ে কখনো উড়ে যায় না কোনো পাখি। তবে এবারে দেখা গেল যে, 'পতিতপাবণ' পতাকার মতো দেখতে কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে সেই ঈগল। আর শুধু যেন উড়ছেই না, মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরী জগন্নাথ মন্দিরের ভিডিয়ো। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুরী মন্দিরের চূড়ার চারপাশ দিয়ে উঠছে একটি ঈগল। তার পায়ে ধরা লাল রঙের একটি কাপড়। দেখে মনে হচ্ছে, তা মন্দিরের ধ্বজার কাপড়ই। কিছুক্ষণ মন্দিরের উপরে পাক দেওয়ার পর তা সমুদ্রের দিকে উড়ে যায় ওই ধ্বজা নিয়ে।
What is going to happen?
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) April 13, 2025
Eagle takes away flag from Jagannath Temple pic.twitter.com/Y9K1XLLNbv
এই ঘটনা নিয়ে পুরীজুড়ে ছড়িয়েছে ব্যাপক কৌতূহল, চাঞ্চল্য এবং আধ্যাত্মিক আলোচনা। অনেক ভক্তই মনে করছেন, এটি ঈশ্বরের কোনও বার্তা বা বিশেষ তাৎপর্য বহন করছে। এই রহস্যময় ঘটনাটি ভবিষ্যতে কীসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। সত্যি কি এটি কোনও অশুভ সংকেত, নাকি নিছকই একটি বিরল কাকতালীয় ঘটনা? উত্তর লুকিয়ে সময়েই।