পুরুলিয়ার মেয়ে বাসন্তী মাহাতর এশিয়া কাপে ব্রোঞ্জ জয়!

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় মহিলা তীরন্দাজ দলের ব্রোঞ্জ পদক জয় এশিয়া কাপ ২০২৪এরপর অলিম্পিককে পাখির চোখ করছেন পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের বাসিন্দা বাসন্তী মাহাতো।ছোট থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল বাসন্তীর। ২০১৭ সালে জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়ার বরাবাজারে তিরন্দাজি প্রশিক্ষণের জন্য 'লক্ষ্য অ্যাকাডেমি' তৈরি হয়। ২০১৮-র ডিসেম্বরে অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা জানান। তার পরে থেকে শুরু প্রশিক্ষণ-পর্ব। ফি দিন সাত-সকালে ব্যাগ কাঁধে সাইকেলে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে ব্লক সদরে আসা। কঠোর অনুশীলনের পরে বাড়ি ফেরা। পড়াশোনার পাশাপাশি, কখনও ছেদ পড়েনি লক্ষ্যভেদের অনুশীলনে।২০১৯-এ স্পোর্টস অথরিটে অফ ইন্ডিয়ায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মেলে বাসন্তীর। সেখান থেকে রাজ্য,জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। বাসন্তীর সাফল্যে অনেক বড় ভূমিকা রয়েছে পুরুলিয়া জেলা পুলিশ, বরাবাজারের থানার IC ও BDO র গড়া ‛লক্ষ‍্য অ্যাকাডেমি'র। এলাকার কিশোর - কিশোরীদের আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য এই অ্যাকাডেমি প্রশিক্ষণ দিয়ে চলেছে।