পূজা কার্নিভাল উপলক্ষে সেজে উঠছে মেদিনীপুর শহর!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : এবার মেদিনীপুর শহরেও পুজো কার্নিভাল আয়োজিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুজোগুলিকে নিয়ে। তার আগে রঙিন আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে শহরের রাজপথকে।যে পথ ধরে কার্নিভাল যাবে সেটি নানান রং দিয়ে অভিনব নকশা ও আল্পনায় সুসজ্জিত করে তুলেছেন মেদিনীপুর আর্ট অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা।বদলাচ্ছে রুচি, বদলাচ্ছে মানসিকতা। নান্দনিক সৃষ্টি ও সৃজনশীল ভাবনায় মজেছে শহর। কার্নিভালের প্রস্তুতিতে শহরে রাস্তায় ডিজাইন নজর কাড়বে সকলের।দিন-রাত এক করে একাধিক শিল্পী ফুটিয়ে তুলেছেন নান্দনিক ভাবনাকে। শহরের বহু মৃন্ময়ী প্রতিমা ও বহু গুণীজনের পদধ্বনিতে সমৃদ্ধ হবে শিল্পীর শিল্পভাবনা।পুজো কার্নিভাল উপলক্ষে আঁকা এই আলপনায় মেদিনীপুর শহরের রূপ সম্পূর্ণ বদলে গিয়েছে। শিল্পকলা দেখে মোহিত শহরবাসী।