প্যালেস্তাইনবাসীকে গাজা থেকে উৎখাত মেনে নেব না: কাতার

নিজস্ব প্রতিবেদন : হামাস বাহিনীকে পুরোপুরি ধ্বংস করতে আকাশ পথে হামলার পাশাপাশি স্থলপথেও আক্রমণ শুরু করবে ইজরায়েল। সে জন্য ইতিমধ্যেই গাজাবাসীদের দক্ষিণে সরে যেতে বলেছে ইজরায়েলের সেনা। এর জেরে প্রচুর গাজাবাসীর গৃহচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। আরব দুনিয়ার আশঙ্কা, এই সুযোগে প্যালেস্তাইনের জমি দখলও করে নিতে পারে ইজরায়েল। এ বিষয় নিয়েই ইজরায়েলকে হুঁশিয়ারি দিল কাতার। কাতার জানিয়েছে, প্যালেস্তাইনবাসীকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা বরদাস্ত করবে না কাতার।ইজরায়েলের হামলা শুরু হতেই চার লক্ষ প্যালস্তাইনবাসী গৃহহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কাতার এক বিবৃতিতে জানিয়েছে, “গাজা স্ট্রিপকে অবরুদ্ধ করে রাখা থেকে ইজরায়েল বিরত থাকুক। প্যালেস্তাইনের নাগরিকদের আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিরাপত্তা পাওয়া উচিত। প্যালেস্তাইনের ভূখণ্ড জোর করে দখল নেওয়ার সব চেষ্টার বিরুদ্ধে কাতার।”