রাজধানীর বাতাসকে বিষমুক্ত করার উদ্যোগ, নভেম্বরের শেষে কৃত্রিম বৃষ্টি দিল্লিতে

নয়াদিল্লি: নভেম্বরের গোড়াতেই দূষণে জেরবার রাজধানী দিল্লি। জোড়-বিজোর নীতি চালু করে, কল-কারখানা বন্ধ রেখেও হচ্ছে না সুরাহা। তাতে এবার প্রযুক্তির সাহায্য নিতে চলেছে সরকার (Artificial Rain)। দূষণ থেকে মুক্তি পেতে, কৃত্রিম উপায়ে দিল্লির বুকে বৃষ্টি নামানো হবে। চলতি মাসের শেষ দিকেই এই কৃত্রিম বৃষ্টি নামিয়ে আনা হবে রাজধানীর বুকে। (Delhi Air Pollution) বুধবার এই ঘোষণা করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। এদিন আইআইটি কানপুরের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক সেরে কৃত্রিম বৃষ্টি নামানোর ঘোষণা করেন গোপাল। তিনি জানান, বাতাসের ভাসমান ধূলিকণার মাত্রা নামিয়ে আনতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। আকাশ মেঘলা থাকলে ২০ থেকে ২১ নভেম্বর দিল্লির বুকে কৃত্রিম বৃষ্টি নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গোপাল। তিনি বলেন, "আইআইটি কানপুরের অনুমান, ২০ এবং ২১ নভেম্বর দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেকথা মাথায় রেখেই কালকের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছি। সেটি আদালতে জমা দেওয়া হবে। ২০ এবং ২১ নভেম্বর আকাশ মেঘলা থাকলে, সব তরফ থেকে অনুমোদন মিললে কৃত্রিম বৃষ্টি নামানো হবে।