রাজ্য জুড়ে DYFI এর ইনসাফ যাত্রার ৩৩ তম দিনে মেদিনীপুরে মীনাক্ষী মুখার্জি!

রাজ্য জুড়ে DYFI এর ইনসাফ যাত্রার ৩৩ তম দিনে মেদিনীপুরে মীনাক্ষী মুখার্জি!পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও, দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ হঠাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে গত ৩রা নভেম্বর কোচবিহার থেকে কলকাতা ইনসাফ যাত্রা শুরু করেছে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI, মঙ্গলবার ৩৩ দিন অতিক্রান্ত করে সেই ইনসাফ যাত্রা প্রবেশ করল মেদিনীপুরে। রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার সমর্থনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ৩৩ তম দিনে কয়েক হাজার সিপিআইএম ও DYFI, সমর্থক দেরকে নিয়ে র‍্যালি করে বাম যুবক নেত্রী মীনাক্ষী মুখার্জি রাঙ্গামাটি থেকে পায়ে হেঁটে র‍্যালি করে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে একটি ইনসাফ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধোনা করেন। পাশাপাশি আগামী ৭ই জানুয়ারী ২০২৪শে কলকাতার ব্রিগেডে জনসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান মীনাক্ষী মুখার্জী।