ঢালাইয়ের রাস্তার কোথায় নেই সিমেন্ট, শুধুই বালি!

পুরুলিয়া নিজস্ব প্রতিবেদন :  কোথায় সিমেন্ট, কোথায় আবার শুধুই বালি! এর প্রতিবাদে সদ্য তৈরি করা রাস্তাকে গুড়িয়ে দিল গ্রামবাসীরা।শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত কড়েং গ্ৰামে। সেখানকার  বাসিন্দা দীনেশ মাহাতো ও সঞ্জয় মাহালির অভিযোগ, কড়েং প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের দিকে প্রায় ৩০০ মিটার পাকা রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু, শুক্রবার রাস্তার যেটুকু ঢালাই করা হয়েছিল তা পুরোপুরি নিম্নমানের। খুবই খারাপ সামগ্রী দিয়ে ঢালাই হয়েছে বলে অভিযোগ।শুক্রবারই গ্রামের লোকজন একজোট হয়ে প্রতিবাদ জানান। সকলের একটাই দাবি, রাস্তা নির্মাণে ব্যবহার করতে হবে ভাল মানের সামগ্রী। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তাও বন্ধ হয়ে যায়। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসেন বিডিও। আসেন প্রশাসনের আরও অনেক আধিকারিকও। গোটা বিষয়টি সরজমিনে খতিয়েও দেখেন। এরইমধ্যে বিকালে ফের আসরে নামেন গ্রামবাসীরা। যে ঢালাইয়ের অংশে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল তার উপর দিয়ে ট্রাক্টর দিয়ে লাঙল চালিয়ে দেয় গ্রামবাসীরা।