রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ হলো মেদিনীপুর কলেজের মেদিনীপুর কলেজের শিরোমণি ভবনে । পত্রিকার মোড়ক উন্মোচন করেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. সন্তোষ ঘোড়াই ,অধ্যাপক কুমারেশ ঘোষ, কবি অচিন্ত্য নন্দী, সম্পাদক বরুণ বিশ্বাস, অধ্যাপিকা রুবী আদক , কবি সিদ্ধার্থ সাঁতরা বিদ্যুৎ পাল,অমল ভূঁইয়া, প্রধান শিক্ষক স্বপন পড়্যা, হিদায়াতুর খান, বিদ্যুৎ পাল প্রমুখ।সভাপতিত্ব করেন ডঃ শান্তনু পাণ্ডা।সম্পাদকীয় ভাষণ দেন সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ।তিনি তাঁর ভাষণে পত্রিকার ইতিহাস তুলে ধরেন। উপাচার্য তাঁর বক্তব্যে রঘুবংশ পত্রিকার বিভিন্ন লেখনীর প্রশংসা করেন। এই পত্রিকার নববর্ষ সংখ্যায বেশ কিছু ভালো লেখা রয়েছে। প্রাবন্ধিক সন্তোষ ঘোড়াই বলেন, ছোট পত্রিকার মুল্য সুদূর প্রসারী। অধ্যাপক কুমারেশ ঘোষ বলেন, রঘুবংশ পত্রিকা জেলার এক অন্যতম বিশেষ পত্রিকা যা একযোগে কলকাতা, হুগলি ও মেদিনীপুর থেকে এক যোগে প্রকাশিত হয়। এটা এটা বিরল বিষয়।কবিতা পাঠ করেন অচিন্ত্য নন্দী, শেখর মাহাত , রত্না দে, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, ডঃ শান্তনু পাত্র, রীতা বেরা, শেখর মাহাত, নরসিংহ দাস, মৌমিতা বাঁকুড়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তনুশ্রী ভট্টাচার্য, মৃত্যুঞ্জয জানা ও ইন্দ্রদীপ সিনহা।