ওয়েনাড়ের চুরালমালা গেলেন রাহুল-প্রিয়ঙ্কা গান্ধী ,অন্যদিকে সময় যত যাচ্ছে জীবিতদের উদ্ধারের আশা তত ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে!

নিজস্ব প্রতিবেদন: ওয়েনাড় পর্যটকদের অন্যতম পছন্দের, যেখানে সারা বছর স্নিগ্ধ, শান্ত পাহাড়ের মনোরম শোভা, সেই ওয়েনাড়ে এখন শুধুই স্বজন হারানোর কান্নার রোল। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ধস-বিধ্বস্ত ওয়েনাড়ে গেলেন রাহুল-প্রিয়ঙ্কা গান্ধী। বৃষ্টি ও ধস নেমে ওয়েনাড়ের যে চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি চুরালমালা। ঢিবির মতো জমে থাকা কাদামাটি। বৃষ্টির মধ্যেও গায়ে বর্ষাতি চাপিয়ে ওয়েনাড়ের চুরালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গেলেন। ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। ওয়েনাড়ের উপনির্বাচনে এ বার প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। চুরালমালায় পৌঁছে দু’জনেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন ও কথা বললেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। উল্লেখ্য,গত ৩০ জুলাই (মঙ্গলবার) ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনাড়ে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের DIG মহসিন শাহিদি জানিয়েছেন, 'দু’শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও দেহ উদ্ধার করা হচ্ছে'। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই দিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়েনাড় ও সংলগ্ন এলাকায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার অভিযানে যার প্রভাব পড়তে পারে।