রেলের নাগপাশ থেকে বাঁচতে রেল অবরোধের ডাক রেলশহর খড়গপুরে!

পশ্চিম মেদিনীপুর  সুমন পাত্র : ১৭ ই জানুয়ারী বুধবার খড়গপুরের ১৬ নং ওয়ার্ডের বাসিন্দারা খড়গপুরের DRM এর কাছে ডেপুটেশন দিয়ে সাবওয়ে তৈরীর দাবী করল খড়গপুরের ১৬ নং ওয়ার্ডের বাসিন্দারা।খড়গপুর রেল শহর নামে পরিচিত। ১৬ নং ওয়ার্ডটি চারিদিকেই রেলের লাইনে ঘেরা থাকায় ২৪ ঘন্টায় কোন না কোন রেলের লাইনে ট্রেনের চলাচল হয়। বালাসোর ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম চেন্নাই কিংবা ঝাড়গ্রাম টাটা রাঁচি মুম্বাই পর্যন্ত যাতায়াত ট্রেন এই ওয়ার্ডের পার্শ্ববর্তী কোন না কোন লাইনে চলাচল করে। এই লাইনে ভরসা ওয়াগনেরও। হিজলি থেকে গোকুলপুর নিমপুরা থেকে খড়গপুর পর্যন্ত লৌহ শকট যানের চলাচল নিত্যদিন হয়ে আসছে দীর্ঘকালব্যাপী।বারবার খড়গপুর রেল শহরের ১৬ নং ওয়ার্ড অংশ নিয়েছে নির্বাচনে পৌরসভা থেকে বিধানসভা কিংবা লোকসভা মিলেছে প্রতিশ্রুতি কখনও ওভারব্রীজ কখনও সাবওয়ে কখনও বিকল্প পথের খোঁজ করা হবে জানিয়ে গেছেন রাজনৈতিক শক্তি। প্রতিশ্রুতি থেকেছে তিমিরেই, হয় নী প্রতিশ্রুতির বাস্তবায়ন।এবারও আবার এক প্রচেষ্টা খড়গপুর শহরের আরামবাগ এলাকার ১৬ নং ওয়ার্ড। সমস্যা কাটিয়ে হবে কী ওভারব্রীজ কিংবা সাবওয়ে।