দিল্লির মতো পরিস্থিতি আসানসোল স্টেশনেও,ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে রেল!

আসানসোল, নিজস্ব সংবাদদাতা : শনিবার রাতে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৩ জন শিশু ও রয়েছে ৷ আহত অনেকেই। প্রাথমিক ভাবে জানা যায় ট্রেন আসতে দেরি হওয়ায় প্ল্যাটফর্মে বাড়তে থাকা পুণ্যার্থী যাত্রীদের ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ৷ তার মধ্যেই পড়ে যান কিছু পুণ্যার্থী ঘটে দুর্ঘটনা ৷ এবার প্রায় একই চিত্র দেখা যাচ্ছিলো রবিবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে ৷ আসানসোল-মুম্বই এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই স্টেশনের উদ্দেশে রওনা দেয় কুম্ভযাত্রীদের ওই ভিড়। রেল আগের থেকেই সতর্ক থাকলেও প্রায় দিল্লির মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। কোনো মতে সামাল দিল রেল কর্তৃপক্ষ। জানাযায় এইদিন সকালেই পূর্ব রেলের ডিআরএম চেতনা নন্দ সিংহ আসানসোল স্টেশন পরিদর্শন করে গিয়েছিলেন। রেলের ডিআরএম নির্দেশ মতোই স্টেশনের বাইরে যাত্রীদের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল। যাতে কুম্ভযাত্রী নির্বিঘ্নেই আসানসোল-মুম্বই ট্রেন ধরতে পারেন পার্সেল অফিসের পাশ দিয়ে বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছিল। কিন্তু এত ব্যবস্থার পরেও সেই উদ্বেগের ছবিই ধরা পড়ল স্টেশনে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে রেল।