আবার নিম্নচাপ তৈরি হতে পারে সাগরে,দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা,মৎস্যজীবীদের সতর্ক বার্তা!
কলকাতা, নিজস্ব সংবাদাতা: মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে তার প্রভাবেই আগামী ২১-শে অক্টোবর, সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। আর সেই নিম্নচাপ অঞ্চল ক্রমে এগোতে পারে উত্তর-পশ্চিম দিকে। এমনকি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সেটি আগামী বুধবার,২৩-শে অক্টোবর নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যার প্রভাবে ২৩- ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সাথে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের সতর্ক বার্তা হাওয়া অফিসের। ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।