পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম-অতি ভারী বৃষ্টির সতর্কতা ঘোষণা মৌসম ভবনের!

নিজস্ব সংবাদদাতা : মৌসম ভবনের ঘোষণা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা বাংলাতেই বর্ষা হাজির। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে।  শনিবার পশ্চিমের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। একইসঙ্গে দক্ষিণের আরও ৭ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তালিকায় আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর। রবিবারও দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমার আশা রয়েছে। তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।