মেদিনীপুর শহরে বৃষ্টি শুরু হল সন্ধ্যে থেকে!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। দীর্ঘ বেশকিছু দিন তীব্র দাবদাহের পর অবশেষে মেদিনীপুর শহর সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুরু হল ঝরো হওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি। গোটা এপ্রিল মাস জুড়েই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ছড়িয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। নাজেহাল অবস্থা হয়েছিল মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্যের মানুষের। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি পুড়ছিল তীব্র দাবদাহে। তারই মধ্যে দক্ষিনবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাসের কথা শুনিয়েছিল হাওয়া অফিস। অপেক্ষায় ছিল দক্ষিনবঙ্গ সহ গোটা রাজ্যবাসী। অবশেষে সোমবার বিকেল থেকে কালো মেঘে ঢাকতে শুরু করে আকাশ। এরপরই সন্ধ্যে নাগাদ শুরু হয় ৩০/৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া, আর তারপরই ঝাঁপিয়ে আছে মুষলধারে বৃষ্টি। বৈশাখের শেষে বৃষ্টিতে শীতল হল ধরিত্রী। স্বস্তি এলো জনজীবনে।