বিস্কুট দিয়ে রাম মন্দির নির্মাণ করলেন দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ

দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার আগে দেশজুড়ে চরম উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যে আমন্ত্রণ পত্র বিতরণ ও অক্ষত চালের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। তার আগে ২০ কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে নজির গড়ল দুর্গাপুরের ছোটন ঘোষ।দুর্গাপুরের ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ। পেশায় ফুলের সাজসজ্জার কাজ করেন তিনি। মাধ্যমিক পাশ করার পর শুরুতে বাবার সঙ্গে গ্যারেজে কাজ শুরু করেন। সেখান থেকে কারিগরি শিক্ষার হাতেখড়ি। মাস কয়েক আগে ১০ সিটের সৌরবিদ্যুৎ চালিত বাইক তৈরি করে নজির গড়ে ছিলেন। প্যাডেল ছাড়া সূর্যালোকের জোরে ওই বাইকে চড়ে অনায়সে যাওয়া আসা করা যাবে। সেটা তৈরিতে খরচ হয়েছিল তার কুড়ি হাজার টাকা। ওই বাইকে লোহার টুকরোকে জোড়া লাগিয়ে তার সঙ্গে টায়ারের চাকা। সোলার প্লেট, ব্যাটরি বসানো হয়েছিল। পরীক্ষামূলকভাবে সফল হয়। জ্বালানি তেল মূল্যবৃদ্ধির জেরে, কম খরচে সেটা সহকর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজের সুবিধায় যাওয়া আসার জন্য তৈরী করেছিল ছোটোন।