রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা !

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালাল একদল গুন্ডা। শুধু তাই নয়, পাঁচ সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীদের অপহরণ করে রাতে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নিন্দায় সরব বিভিন্ন মহল। কমিশনারেট এলাকায় সন্ন্যাসীদের উপর হামলায় উদ্বিগ্ন সাধারণ মানুষজনও। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।শিলিগুড়ির সেবক রোডের চার মাইলে প্রায় দুই একর জমি সহ বহুতল (সেবক হাউস) রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হয়। আদালতের রায়ে সেই সম্পত্তি এখন মিশনের হাতেই আছে। সেখানে স্কুল তৈরির পরিকল্পনা করেছে মিশন। সেই সেবক হাউসেই থাকতেন মিশনের কয়েকজন সন্ন্যাসী। উল্লেখ্য, শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ দশ-বারোজন দুষ্কৃতী জোর করে সেখানে ঢুকে তাঁদের শারীরিক নিগ্রহ করে বাইরে বের করে দেয় বলেই অভিযোগ। কয়েক কোটি টাকা দামের ওই জমি দখলের জন্যই হামলা চালানো হয়েছে বলেই মিশনের কর্তারা অভিযোগ তুলেছেন।তবে পাঁচজন গ্রেফতার হলেও রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেই দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা।শুধু তা-ই নয়, পাঁচ সন্ন্যাসী ও বাড়িটির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় প্রদীপ রায় নামে এক ব্যক্তির। মিশন-এর বিরুদ্ধে অভিযোগ করে ভক্তিনগর থানায়।