বলিউডের বিখ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি পরিচালনা রণবীর কাপুরের ‘রামায়ণ’!
নিজস্ব সংবাদদাতা : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে। এখন সেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার রাম ভক্ত। বলিউডের বিখ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি পরিচালনা করছেন এই ছবির। ইতিমধ্যে ‘রামায়ণে’ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং। কিন্তু এখনো এই ছবির সম্পুর্ন কাস্টিং সামনে আনেন নি পরিচালক। যদিও এমনটা বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে অভিনেতা রণবীর কাপুরকে এই ছবিতে দেখা যাবে রামের ভূমিকায়। বাকি চরিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের নাম নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। যদিও প্রভাসের ‘আদিপুরুষ’ চরম ব্যর্থ হওয়ার পর এই সিনেমার কাস্টিং সহ বিভিন্ন দিকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে খবর।জানা গেছে, রামায়ণের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। কিন্তু কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? শোনা গেছে, রাবনের বোন অর্থাৎ সুর্পনখার চরিত্রে অভিনয় করবেন তিনি। এই চরিত্রটি রামায়ণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। এই সিনেমায় রামের চরিত্রে যেমন দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে, তেমনই রাবনের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা যশকে। এছাড়াও সীতা চরিত্র প্রসঙ্গে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নাম সামনে এলেও এখন জানা যাচ্ছে যে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে দেখা যেতে পারে। এছাড়াও হনুমানের চরিত্রে দেখা যেতে পারে সানি দেওলকে। দশরথের চরিত্রে অমিতাভ বচ্চনের নামটিও সামনে এসেছে সম্প্রতি।