পুরুলিয়ার ৬.৭ লক্ষ মেট্রিক টন বিরল প্রাকৃতিক সম্পদের খোঁজ এবং হাজার কোটির সম্পত্তি!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বাংলায় মিলল বিরল রত্নের সন্ধান (Rare Earth)! এবার চিনা গুপ্তধন পাওয়া যাবে পুরুলিয়ায়। কালাপাথর-রঘুডিহি ব্লকে রেয়ার আর্থ এলিমেন্টের মজুতের খোঁজ মিলেছে বলে খবর। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) খনন ও জরিপে জানা গিয়েছে, এখানে প্রায় ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।রেয়ার আর্থ এলিমেন্টই মানুষকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছে। এটি মূলত ১৭ ধরনের বিশেষ মৌল (Rare Earth)। যা ইলেকট্রনিক পণ্য, নবায়নযোগ্য শক্তি উৎপাদন, প্রতিরক্ষা সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি নির্ভর শিল্পে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে এই মৌল ছাড়া এগিয়ে চলা অসম্ভব, সমস্ত প্রযুক্তি নির্ভর জিনিসে এটির প্রয়জনীয়তা বিদ্যমান।
বিশ্বে উপস্থিত এই মৌলের ৯০ শতাংশ শুধু পাওয়া যায় চিনে। তাই চিনের বাড়বাড়ন্তের নেপথ্যে এর অবদান যে কম নয় তা বলাই যায়। এবার এমন দামি সম্পদের (Rare Earth) খোঁজ পাওয়া গিয়েছে ভারতের একাধিক রাজ্যে। রেরার আর্থ এলিমেন্ট অর্থাৎ বিরল মৃত্তিকা মৌল, বিশ্বে যার বড় অংশের ভাণ্ডার রয়েছে চিনে। মার্কিন মুলুকে যেটুকু ভাণ্ডার রয়েছে তা আমেরিকার চলে না। অত্যাধুনিক বিশ্বে এই খনিজ ছাড়া এতটুকু এগোনোর উপায় নেই। এর মধ্যে রয়েছে ১৭টি বিশেষ মৌল, যার মধ্যে ১৫টিকে একসঙ্গে ল্যান্থানাউস বলা হয়। এই মৌলের খোঁজ পৃথিবীকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছিল। এখন মোবাইল থেকে ল্যাপটপ, যাবতীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিকে চলা গাড়ি, যুদ্ধবিমান, নিউক্লিয়ার সাবমেরিন, সাধারণ বিমানের ইঞ্জিন, জলবিদ্যুৎ উৎপাদনকারী টারবাইন সবেতেই এই মৌল লাগে। তাই চিনের বাড়বাড়ন্ত। আমেরিকা শুল্কের ভয় দেখালেই চিন রেয়ার আর্থ এলিমেন্টের রফতানি বন্ধের জুজু দেখায়। এবার এমন দামি জিনিসের খোঁজ মিলেছে ভারতেও। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জানিয়েছেন অন্ধ্র প্রদেশ, ওড়িশা তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাটের সঙ্গে তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। গোটা দেশে পরিমাণ প্রায় ৮.৫২ মিলিয়ন টন। ইতিমধ্যেই পুরুলিয়াতে খোঁড়াখুঁড়ি করেছে জিএসআই। কেন্দ্রীয় কয়লামন্ত্রকের দাবি, রাজ্য সরকারের তরফে এখনও নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়নি। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে মন্ত্রক জানিয়েছে, তথ্যের অভাবে নিলাম কার্যক্রম আটকে রয়েছে।