প্রয়াত শিল্পপতি রতন টাটা!

নিজস্ব সংবাদাতা: গত দু'দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছিল তাঁর ব্লাড সুগার লেভেল ফল করেছে। যদিও নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়েছিলেন, তিনি ভালো আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। তবে এ দিন সকালেই হাসপাতাল সূত্রে জানা যায়, রতন টাটার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার থেকেই ICU-তে চিকিৎসা চলছিল তাঁর। হলো না শেষরক্ষা।  সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার রাতের দিকে টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন চেয়ারম্যান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক শীর্ষ পুলিশ আধিকারিকও নিশ্চিত করেছেন যে রতন টাটার জীবনাবসান হয়েছে। আর তাঁর প্রয়াণে শিল্পমহল তো বটেই, সাধারণ মানুষও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। কারণ কারও কাছে রতন টাটা নেহাত শিল্পপতি বা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘আদর্শ’ ব্যক্তি। যিনি কোটি-কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। কর্পোরেট চাকচিক্য নয়, তাঁকে একেবারে নিজেদের একজন ভেবে এসেছেন মানুষ। নিজের চোখে না দেখার পরও আদর্শ হয়ে থেকেছেন।