রবিবার দেশজুড়ে পালিত হল 'স্বচ্ছ ভারত দিবস'!

নিজস্ব প্রতিবেদন : ২ অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীজির ১৫৫ তম জন্মদিন। সেই উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে রবিবার দেশজুড়ে পালিত হল 'স্বচ্ছ ভারত দিবস'। এ বছর দিনটির প্রতিপাদ্য হল- 'জঞ্জাল মুক্ত ভারত'। বিশিষ্ট সমাজসেবী ড. রজনীকান্ত দোলই প্রতিষ্ঠিত ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রক কর্তৃক অনুমোদিত জেলার প্রাচীনতম নেশা নিবারণ ও পরামর্শ দান কেন্দ্র ‘উত্তরণ' যথাযোগ্য ভাবে দিনটি পালন করল। 'উত্তরণ'-এর কর্মীরা এদিন নজরগঞ্জের বিভিন্ন রাস্তা সহ জুগনীতলা পর্যন্ত শোভাযাত্রা করেন, রাস্তায় পড়ে থাকা আবর্জনা ও জঞ্জাল পরিস্কার করেন এবং পথযাত্রীদের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করেন 'উত্তরণ'-এর কর্মীবৃন্দ- রূপন দাস, পার্থ মজুমদার, অলোক কুমার দে, তাপস দত্ত, অভিমন্যু দাস, সৈয়দ মহম্মদ আরজু, অটল দোলই, মীনাক্ষী বেরা, মানসী বক্সী, শম্ভুনাথ মাহাত। 'উত্তরণ-এর পরিচালন সমিতির সম্পাদক সত্যব্রত দোলই বলেন, গান্ধীজি বলতেন, স্বচ্ছতাই ধার্মিকতা এবং দেবানুগত্যের পরবর্তী ধাপ। স্বচ্ছতাই সেবা। স্বাধীনতা অপেক্ষা করতে পারে। কিন্তু স্বচ্ছতা বা স্বাস্থ্যবিধি নয়। বাপুজির অন্যতম স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারত। তাই তাঁর স্বপ্ন ও আদর্শকে মান্যতা দিয়ে ও তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তাদের এই স্বচ্ছ ভারত কর্মসূচি। সত্যব্রতবাবু আরও জানান, কলকাতার রাজারহাট গোপালপুরে সংস্থার দ্বিতীয় আরেকটি নেশা নিবারণ কেন্দ্রেও দিনটি পালন করা হয়। সেখানে পরিচ্ছনতার অভিযানে অংশগ্রহণ করেন শুভাশিস স্যান্যাল, গোপাল মণ্ডল, দিলীপ কারফা, অশোক দাস, জগন্নাথ দাস, শেফালী জানা, শিখা রায় প্রমুখ কর্মীবৃন্দ।

All reactions:1Dipak Kumar Dasgupta